ফিকহুস সুনান ওয়াল আসার

৮. তালাক - ডিভোর্স অধ্যায়

হাদীস নং: ১৬৬৩
‘একত্রে তিন তালাক প্রদান করলে এক তালাক হবে' কথার ব্যাখ্যা
(১৬৬৩) ইবন আব্বাস রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) এর যুগে, আবু বাকর রা.র যুগে এবং উমার রা.র সময়ে প্রথম দুই বছর তালাক ছিল তিন তালাক এক তালাক। তখন উমার রা. বলেন, যে বিষয়ে মানুষদের জন্য ধীরতার বিধান ছিল সে বিষয়ে মানুষ তাড়াহুড়ো করছে। আমরা যদি তাদের জন্য তা বাস্তবায়ন করে দিই (তাহলেই ভালো হয়)। তখন তিনি তদের উপর তা চালু করে দিলেন।
عن ابن عباس رضي الله عنه قال : كان الطلاق على عهد رسول الله صلى الله عليه وسلم وأبي بكر وسنتين من خلافة عمر طلاق الثلاث واحدة فقال عمر بن الخطاب: إن الناس قد استعجلوا في أمر قد كانت لهم فيه أناة فلو أمضيناه عليهم فأمضاه عليهم

হাদীসের ব্যাখ্যা:

গ্রন্থকার বলেন, এই হাদীস প্রমাণ করে যে, তিন তালাকে এক তালাকের বিধান রহিত হয়ে গিয়েছিল। কারণ উমার রা. সকল সাহাবির উপস্থিতিতে তিন তালাককে তিন তালাক হিসাবে গণ্য করার সিদ্ধান্ত নেন এবং সাহাবিগণ তা গ্রহণ করেন। এতে বোঝা যায় যে, তিন তালাকে এক তালাকের বিষয়টি যে রহিত তা প্রমাণিত হওয়ার কারণেই তারা তা মেনে নেন, যদিও উমারের সিদ্ধান্তের পূর্বে হয়ত কারো কারো তা অজানা ছিল। ইবন আব্বাস রা. এর বিপরীতে ফাতওয়া দিয়েছেন বলে সহীহ সূত্রে প্রমাণিত হয়েছে ।
এই হাদীসের ব্যাখ্যা এ-ও হতে পারে যে, একই তালাক বারংবার প্রদান করে তালাকদাতা প্রথম তালাকের পুনরাবৃত্তি করেছেন, দ্বিতীয় বা তৃতীয় তালাক দিতে চান নি । তালাক প্রদানকারী স্বামী এরূপ দাবী করলে তা গ্রহণ করা হত। কারণ তার যুগ ছিল সততার যুগ। কিন্তু পরবর্তী যুগে যেহেতু মানুষের নৈতিক মান কমে যায় এজন্য তিন তালাক দিলে তা তিনই ধরার বিধান উমার রা. প্রদান করেন। আল্লাহই ভালো জানেন ।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন
ফিকহুস সুনান - হাদীস নং ১৬৬৩ | মুসলিম বাংলা