ফিকহুস সুনান ওয়াল আসার

৭. বিবাহ-শাদীর অধ্যায়

হাদীস নং: ১৬২২
যদি কোনো মহিলা তার দিনটিকে তার সতীনের জন্য দান করে দেন
(১৬২২) আয়িশা রা. বলেন, সাওদা বিনতু যামআ রা. তার নিজের প্রাপ্য দিনটি আয়িশাকে দান করে দেন।( মুসলিমের এক বর্ণনায় অতিরিক্ত বলা হয়েছে: ‘এজন্য রাসূলুল্লাহ (ﷺ) আয়িশার জন্য দুইটি দিন বণ্টন করতেন: আয়িশার নিজের প্রাপ্য দিন এবং সাওদার দিন')।
عن عائشة رضي الله عنها أن سودة بنت زمعة وهبت يومها وليلتها لعائشة... فكان رسول الله صلى الله عليه وسلم يقسم لعائشة يومين يومها ويوم سودة
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন
ফিকহুস সুনান - হাদীস নং ১৬২২ | মুসলিম বাংলা