ফিকহুস সুনান ওয়াল আসার

৭. বিবাহ-শাদীর অধ্যায়

হাদীস নং: ১৬২১
বিধবা বা স্বামীপরিত্যাক্তা নারীকে বিবাহ করলে তার নিকট অবস্থান
(১৬২১) উম্মু সালামা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) যখন তাকে বিবাহ করলেন, তখন তিনি বিবাহের পরে তিনরাত তার নিকট অবস্থান করলেন। এবং তিনি বলেন, তোমার স্বামীর নিকট তোমার মর্যাদার কোনো কমতি নেই তুমি যদি চাও তাহলে আমি তোমার কাছে সাতদিন অবস্থান করব। আর যদি তোমার কাছে সাতদিন অবস্থান করি তাহলে আমার অন্যান্য স্ত্রীর নিকটেও সাতদিন অবস্থান করব।
عن أم سلمة رضي الله عنها أن رسول الله صلى الله عليه وسلم لما تزوج أم سلمة أقام عندها ثلاثا وقال: إنه ليس بك على أهلك هوان إن شئت سبعت لك وإن سبعت لك سبعت لنسائي
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন