ফিকহুস সুনান ওয়াল আসার

৭. বিবাহ-শাদীর অধ্যায়

হাদীস নং: ১৬১৬
ইসলাম গ্রহণকারীর বিবাহ
(১৬১৬) ইবন আব্বাস রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) তাঁর কন্যা যাইনাব রা.কে তার জামাতা আবুল আস ইবনুর রাবী' রা.র নিকট ছয়বছর পরে ফিরিয়ে দেন প্রথম বিবাহের ভিত্তিতেই। তিনি নতুন করে বিবাহ দেন নি।
عن ابن عباس رضي الله عنهما قال: رد النبي صلى الله عليه وسلم ابنته زينب على أبي العاص بن الربيع بالنكاح الأول ولم يحدث نكاحا

হাদীসের ব্যাখ্যা:

মুসলিম ও কাফিরের মধ্যে বিবাহ বৈধ নয়। কাফির দম্পতির একজন ইসলাম গ্রহণ করলে বিবাহ বিচ্ছিন্ন হয়ে যায় । স্বামী ও স্ত্রী উভয়ে একত্রে ইসলাম গ্রহণ করলে পূর্বের বিবাহ বহাল থাকে । উভয়ের মধ্যে একজন আগে ইসলাম গ্রহণ করলে বিবাহ বিচ্ছিন্ন হয়ে যায়। তবে ইদ্দতের মধ্যেই দ্বিতীয় জন ইসলাম গ্রহণ করলে আর নতুন বিবাহের প্রয়োজন হয় না। পূর্বের বিবাহই বহাল থাকে । ফকীহগণের সাধারণ মত হল এরপরে উভয়ের একত্র হতে হলে নতুন বিবাহের প্রয়োজন । (অনুবাদক)
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ১৬১৬ | মুসলিম বাংলা