ফিকহুস সুনান ওয়াল আসার

৭. বিবাহ-শাদীর অধ্যায়

হাদীস নং: ১৬০৫
সর্বনিম্ন মোহর, কখন ওয়াজিব হবে, মোহর ও খোরপোষ সংক্রান্ত বিষয়াদি
(১৬০৫) জাবির ইবন আব্দুল্লাহ রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমরা সমযোগ্যতাসম্পন্ন পাত্র ছাড়া মেয়েদেরকে বিবাহ দিবে না, এবং অভিভাবকগণ ছাড়া কেউ তাদেরকে বিবাহ দিবে না এবং দশ দিরহামের কম মোহর নেই ।
عن جابر بن عبد الله رضي الله عنهما قال: قال رسول الله صلى الله عليه وسلم: لا تنكحوا النساء إلا الأكفاء ولا يزوجهن إلا الأولياء ولا مهر دون عشرة دراهم

হাদীসের ব্যাখ্যা:

গ্রন্থকার বলেন, অতএব যে সকল হাদীস থেকে বোঝা যায় যে, দশ দিরহামের কম মোহর বিবাহ প্রদান করা হয়েছে সেখানে বুঝতে হবে যে, উল্লেখিত মোহর ছিল অগ্রীম । মোহরের কিছু অংশ অগ্রীম প্রদান করা মুসতাহাব।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ১৬০৫ | মুসলিম বাংলা