ফিকহুস সুনান ওয়াল আসার

৭. বিবাহ-শাদীর অধ্যায়

হাদীস নং: ১৫৬১
বিবাহের প্রচার করা ও বিবাহ অনুষ্ঠান মসজিদের করা
(১৫৬১) আয়িশা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমরা এই বিবাহের প্রচার করবে এবং তা মসজিদে অনুষ্ঠিত করবে এবং এজন্য দফ বাজাবে ।
عن عائشة رضي الله عنها قالت: قال رسول الله صلى الله عليه وسلم: أعلنوا هذا النكاح واجعلوه في المساجد واضربوا عليه بالدفوف

হাদীসের ব্যাখ্যা:

আরবীয় ছোট ঢোলক জাতীয় বাদ্যযন্ত্র, দেখতে অনেকটা আটা চালার মতো। সাধারণত একপাশে ঢোলের মতো পর্দা দেওয়া থাকে এবং একপাশ খোলা থাকে। সাধারণত ঘুঙুরি বিহীন হয়। অনেক সময় সাথে ঘুঙুরি লাগানো থাকে। (tambourine)। (অনুবাদক) তিনি হাদীসটিকে হাসান বলেছেন। ( গ্রন্থকার)
tahqiqতাহকীক:তাহকীক চলমান