ফিকহুস সুনান ওয়াল আসার

৬. হজ্ব - উমরার অধ্যায়

হাদীস নং: ১৫৩৬
পরিবারের নিকট প্রত্যাবর্তনের সময় কী বলতে হবে
(১৫৩৬) ইবন আব্বাস রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) যখন কোনো সফর থেকে ফিরতেন তখন তার পরিবারের লোকদেরকে দেখলে বলতেন, 'ফিরে আসা, ফিরে আসা, আমাদের প্রভুর কাছে তাওবা প্রত্যাবর্তন, তিনি আমাদের জন্য কোনো অপরাধ না রাখুন'।
عن ابن عباس رضي الله عنهما قال: كان رسول الله صلى الله عليه وسلم إذا قدم من سفر فرأى أهله قال: أوبا أوبا إلى ربنا توبا لا يغادر علينا حوبا
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ১৫৩৬ | মুসলিম বাংলা