ফিকহুস সুনান ওয়াল আসার
৬. হজ্ব - উমরার অধ্যায়
হাদীস নং: ১৫১০
পোষা বন্যপ্রাণি যদি ইহরামকারীর নিকট থাকে এবং ইহরামকারীর জন্য শিকারের গোশত ভক্ষণ করা যদি তার জন্য শিকার করা না হয়
(১৫১০) তাবিয়ি উরওয়া ইবনুয যুবাইর বলেন, (তার পিতা) যুবাইর ইবনুল আওয়াম রা. ইহরাম অবস্থায় শুকানো হরিণের গোশত পাথেয় হিসেবে সাথে নিতেন ।
عن عروة بن الزبير أن الزبير بن العوام كان يتزود صفيف الظباء وهو محرم (في الإحرام)
