ফিকহুস সুনান ওয়াল আসার
৬. হজ্ব - উমরার অধ্যায়
হাদীস নং: ১৫০৯
পোষা বন্যপ্রাণি যদি ইহরামকারীর নিকট থাকে এবং ইহরামকারীর জন্য শিকারের গোশত ভক্ষণ করা যদি তার জন্য শিকার করা না হয়
(১৫০৯) তাবিয়ি হিশাম ইবন উরওয়া বলেন, যখন আব্দুল্লাহ ইবন যুবাইর রা. মক্কায় শাসক ছিলেন তখন রাসূলুল্লাহ (ﷺ) এর সাহাবিগণ খাঁচায় করে পাখি সাথে বহন করতেন।
عن هشام بن عروة قال: كان ابن الزبير بمكة وأصحاب النبي صلى الله عليه وسلم يحملون الطير في الأقفاص
