ফিকহুস সুনান ওয়াল আসার

৬. হজ্ব - উমরার অধ্যায়

হাদীস নং: ১৫০৫
ইহরামকারী শিকার করলে তার ক্ষতিপূরণ হবে শিকারের আকৃতি অনুসারে
(১৫০৫) উমার ইবনুল খাত্তাব রা. থেকে বর্ণিত, তিনি ইহরামকারী ব্যক্তির বন্যপ্রাণি শিকারের ক্ষেত্রে নিম্নরূপ ক্ষতিপূরণ বা ফিদইয়ার বিধান দিয়েছেন: (হায়েনা শিকার করলে একটি ভেড়া), হরিণ শিকার একটি ছাগি, খরগোশ শিকার করলে একটি এক বছরের কম বয়স্ক ছাগি এবং মরু-ইঁদুর বা জারবোয়া (Jerboa) শিকার করলে একটি চারমাস বয়স্ক ছাগি শাবক ।
عن عمر بن الخطاب رضي الله عنه أنه قضى (في الضبع بكبش) وفي الغزال بعنز وفي الأرنب بعناق وفي اليربوع بجفرة
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ১৫০৫ | মুসলিম বাংলা