ফিকহুস সুনান ওয়াল আসার

৬. হজ্ব - উমরার অধ্যায়

হাদীস নং: ১৫০৪
ইহরামকারী শিকার করলে তার ক্ষতিপূরণ হবে শিকারের আকৃতি অনুসারে
(১৫০৪) দ্বিতীয় হিজরি শতকের তাবিয়ি ফকীহ ইয়াহইয়া ইবন সায়ীদ আনসারি (মৃ. ১৪৪ হি.) বলেন, একব্যক্তি উমার ইবনুল খাত্তাব রা.র নিকট গমন করে তাকে পঙ্গপাল (locust) সম্পর্কে প্রশ্ন করে বলে যে, সে ইহরাম অবস্থায় তা মেরেছে। উমার রা. (তাবিয়ি) কা'ব আহবারকে বলেন, আসুন আমরা এর বিষয়ে ফয়সালা দান করি। তখন কা'ব বলেন, এক দিরহাম বা রৌপ্যমুদ্রা (প্রায় সাড়ে তিন গ্রাম রৌপ্য)। তখন উমার রা. কা'বকে বলেন, আপনি অনেক দিরহাম যোগাড় করতে পারেন! (আপনি দেখা যাচ্ছে দিরহামকে খুব সস্তা দেখছেন!) একটি খেজুরও পঙ্গপালের চেয়ে উত্তম। (সেগুলো শিকার করলে ফিদইয়া হিসাবে দুইচারটি খেজুর প্রদানই যথেষ্ট)।
عن يحيى بن سعيد أن رجلا جاء إلى عمر بن الخطاب رضي الله عنه فسأله عن جرادة قتلها وهو محرم فقال عمر لكعب تعال حتى نحكم فقال كعب درهم فقال عمر لكعب إنك لتجد الدراهم لتمرة خير من جرادة
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ১৫০৪ | মুসলিম বাংলা