ফিকহুস সুনান ওয়াল আসার

৬. হজ্ব - উমরার অধ্যায়

হাদীস নং: ১৪১৭
হজ্ব - উমরার অধ্যায়
হাতীম বা হিজর বাইতুল্লাহর অংশ
(১৪১৭) ইবন আব্বাস রা. বলেন, হাতীম বা হিজর বাইতুল্লাহর অন্তর্ভুক্ত । কারণ রাসূলুল্লাহ (ﷺ) এর পেছন দিয়ে বাইতুল্লাহর তাওয়াফ করেন ।
كتاب الحج
عن ابن عباس رضي الله عنهما قال: الحجر من البيت لأن رسول الله صلى الله عليه وسلم طاف بالبيت من ورائه

হাদীসের তাখরীজ (সূত্র):

(হাকিম । তিনি হাদীসটিকে সহীহ বলেছেন । অনুরূপ অর্থের হাদীস মুসলিম আয়িশা রা. থেকে সঙ্কলন করেছেন)। [মুস্তাদরাক হাকিম, হাদীস-১৬৮৮; সহীহ ইবন খুযাইমা, হাদীস-২৭৪০]
tahqiqতাহকীক:তাহকীক চলমান