ফিকহুস সুনান ওয়াল আসার

৬. হজ্ব - উমরার অধ্যায়

হাদীস নং: ১৪০৭
মক্কায় আগমনের সময় তাওয়াফ এবং কীভাবে তাওয়াফ করতে
(১৪০৭) জাবির ইবন আব্দুল্লাহ রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) যখন মক্কায় আগমন করলেন তখন তিনি হাজারে আসওয়াদের নিকট এসে তাকে স্পর্শ করলেন (হাত দিয়ে বা মুখ দিয়ে)। অতঃপর তিনি তাঁর ডানদিকে হ্যাঁটলেন । তিনি তিন চক্কর দৌড়ালেন এবং চার চক্কর হ্যাঁটলেন।
عن جابر بن عبد الله رضي الله عنهما أن رسول الله صلى الله عليه وسلم لما قدم مكة أتى الحجر فاستلمه ثم مشى على يمينه فرمل ثلاثا ومشى أربعا
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ১৪০৭ | মুসলিম বাংলা