ফিকহুস সুনান ওয়াল আসার
৬. হজ্ব - উমরার অধ্যায়
হাদীস নং: ১৪০৬
মক্কায় আগমনের সময় তাওয়াফ এবং কীভাবে তাওয়াফ করতে
(১৪০৬) আয়িশা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) মক্কায় আগমন করে সর্বপ্রথম যে কাজ দিয়ে শুরু করলেন তা হল তিনি ওযু করলেন এবং তারপর তাওয়াফ করলেন।
عن عائشة رضي الله عنها أن أول شيء بدأ به حين قدم النبي صلى الله عليه وسلم (مكة) أنه توضأ ثم طاف (بالبيت)
