ফিকহুস সুনান ওয়াল আসার

৬. হজ্ব - উমরার অধ্যায়

হাদীস নং: ১৪০১
হজ্ব - উমরার অধ্যায়
হজ্জপালনকারী উষ্কখুষ্ক অগোছালো সুগন্ধহীন
(১৪০১) ইবন উমার রা. থেকে বর্ণিত, একব্যক্তি রাসূলুল্লাহ (ﷺ) কে বলেন, হাজি কে? তিনি বলেন, উষ্কখুষ্ক অগোছালো চুলের সুগন্ধবিহীন ব্যক্তি ।
كتاب الحج
عن ابن عمر رضي الله عنهما أن رجلا قال لرسول الله صلى الله عليه وسلم: من الحاج؟ قال: الشعث التفل

হাদীসের তাখরীজ (সূত্র):

[সুনান তিরমিযি, হাদীস-২৯৯৮; সুনান ইবন মাজাহ, হাদীস-২৮৯৬]

তিরমিযি হাদীসটি উদ্ধৃত করে হাদীসটির দুর্বলতা বর্ণনা করে বলেছেন, হাদীসটির একমাত্র বর্ণনাকারী ইবরাহীম ইবন ইয়াযীদ দুর্বল। ইবন হাজার আসকালানি ও অন্যান্য মুহাদ্দিস এই ব্যক্তিকে অত্যন্ত দুর্বল বা মুনকারুল হাদীস বলে উল্লেখ করেছেন। (অনুবাদক)
tahqiqতাহকীক:তাহকীক চলমান