ফিকহুস সুনান ওয়াল আসার

৬. হজ্ব - উমরার অধ্যায়

হাদীস নং: ১৩৯৩
হজ্ব - উমরার অধ্যায়
মুহরিম ব্যক্তি কী পরিধান করবেন এবং কী পরিধান করবেন
(১৩৯৩) ইবন উমার রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যে পোশাককে যা’ফরান বা ‘ওয়ারস' স্পর্শ করেছে (ইহরাম অবস্থায়) তোমরা সে পোশাক পরিধান করবে না, তবে যদি তা ধোয়া হয় তাহলে ভিন্ন কথা।
كتاب الحج
عن ابن عمر رضي الله عنهما مرفوعا: ولا تلبسوا ثوباً مسه ورس أو زعفران إلا أن يكون غسيلا
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ১৩৯৩ | মুসলিম বাংলা