ফিকহুস সুনান ওয়াল আসার
৬. হজ্ব - উমরার অধ্যায়
হাদীস নং: ১৩৭৬
কোন দিনে সফর মুসতাহাব এবং সফরে বেরোনোর সময় কী বলবে
(১৩৭৬) কা'ব ইবন মালিক রা. বলতেন, রাসূলুল্লাহ (ﷺ) যখন ভ্রমণে (সফরে) বের হতেন তখন খুব কমই বৃহস্পতিবার ছাড়া অন্য কোনো দিনে বের হতেন ।
عن كعب بن مالك رضي الله عنه كان يقول: لقلما كان رسول الله صلى الله عليه وسلم يخرج إذا خرج في سفر إلا يوم الخميس
