ফিকহুস সুনান ওয়াল আসার

৬. হজ্ব - উমরার অধ্যায়

হাদীস নং: ১৩৭৫
ইহরাম ছাড়া মীকাত অতিক্রম করার নিষেধাজ্ঞা
(১৩৭৫) ইবন আব্বাস রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, ইহরাম ছাড়া তোমরা মীকাত অতিক্রম করবে না।
عن ابن عباس رضي الله عنه مرفوعا: لا تجاوزوا الموقت إلا بإحرام
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ১৩৭৫ | মুসলিম বাংলা