ফিকহুস সুনান ওয়াল আসার

৫. রোযার অধ্যায়

হাদীস নং: ১৩৫৩
শেষ দশ রাতের বেজোড় রাতগুলোতে লাইলাতুল কদর সন্ধান করা
(১৩৫৩) আবু সায়ীদ রা, বলেন, আমরা রাসূলুল্লাহ (ﷺ) এর সাথে রামাদান মাসের মধ্যবর্তী ১০ রাত ই'তিকাফ করলাম। ২০ তারিখ সকালে তিনি বের হয়ে আমাদেরকে বক্তৃতা প্রদান করলেন এবং বললেন, আমাকে লাইলাতুল কদর দেখানো হয়েছে, অতঃপর আমাকে তা ভুলিয়ে দেওয়া হয়েছে। অতএব তোমরা শেষ দশ রাতের বেজোড় রাতগুলোতে তা খোঁজ করবে । আর আমি দেখেছি যে, (লাইলাতুল কদরের সকালে) আমি পানি ও কাদার মধ্যে সাজদা করছি। কাজেই যারা রাসূলুল্লাহ (ﷺ) এর সাথে (মাঝের দশরাত) ই'তিকাফ করেছিলেন তার সকলেই ফিরে আসুক (পুনরায় শেষ দশরাত ই'তিকাফ করুক)। তখন আমরা ফিরে আসলাম। তখন আমরা আকাশে সামান্য হালকা কোনো মেঘের টুকরোও দেখতে পেলাম না। এরপর এক টুকরো মেঘ আসল এবং বৃষ্টিপাত হল। এমনকি মসজিদের চাল ভেসে গেল; মসজিদের চাল ছিল খেজুরের ডালের তৈরী। আর সালাতের ইকামত দেওয়া হয় । আমি তখন দেখলাম যে, রাসূলুল্লাহ (ﷺ) পানি ও কাদার মধ্যে সাজদা করছেন । এমনকি আমি তাঁর কপালে কাদার দাগ দেখতে পেলাম ।
عن أبي سعيد رضي الله عنه قال: إعتكفنا مع النبي صلى الله عليه وسلم العشر الأوسط من رمضان فخرج صبيحة عشرين فخطبنا وقال إني أريت ليلة القدر ثم أنسيتها أو نسيتها فالتمسوها في العشر الأواخر في الوتر وإني رأيت أني أسجد في ماء وطين فمن كان اعتكف مع رسول الله صلى الله عليه وسلم فليرجع فرجعنا وما نرى في السماء قزعة فجاءت سحابة فمطرت حتى سال سقف المسجد وكان من جريد النخل وأقيمت الصلاة فرأيت رسول الله صلى الله عليه وسلم يسجد في الماء والطين حتى رأيت أثر الطين في جبهته

হাদীসের ব্যাখ্যা:

অন্য বর্ণনায় উল্লেখ করা হয়েছে যে, এই ঘটনা ছিল ২১ তারিখ ফজরের সালাতের সময়ে। ২০ তারিখে পুনরায় ই'তিকাফ শুরুর সময় কোনো মেঘ আকাশে ছিল না। কিন্তু সেই দিন অতিক্রান্ত হওয়ার আগেই বৃষ্টি হয় এবং রাসূলুল্লাহ (ﷺ) এর স্বপ্ন বাস্তবায়িত হয়। এই হাদীসের আলোকে লাইলাতুল কদর ২১ শে রামাদানের রাত্রি।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন
ফিকহুস সুনান - হাদীস নং ১৩৫৩ | মুসলিম বাংলা