ফিকহুস সুনান ওয়াল আসার
৫. রোযার অধ্যায়
হাদীস নং: ১৩৪৩
সারা বছর সিয়াম পালন
(১৩৪৩) আব্দুল্লাহ ইবন আমর ইবনুল আস রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যে ব্যক্তি সারাবছর সিয়াম পালন করল সে কোনো সিয়ামই পালন করল না (তার কোনো সিয়ামই হল না)।
عن عبد الله بن عمرو رضي الله عنهما مرفوعا: لا صام من صام الأبد
