ফিকহুস সুনান ওয়াল আসার

৫. রোযার অধ্যায়

হাদীস নং: ১৩৩০
আল্লাহর রাস্তায় সিয়াম পালনের মর্যাদা
(১৩৩০) আবু সায়ীদ খুদরি রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যে কোনো ব্যক্তি যদি একটি দিন আল্লাহর রাস্তায় সিয়াম পালন করে, তবে সেই দিনের বিনিময়ে আল্লাহ জাহান্নামের আগুন থেকে তার মুখকে ৭০ বছরের দূরত্বে নিয়ে যাবেন ।
عن أبي سعيد الخدري رضي الله عنه مرفوعا: ما من عبد يصوم يوما في سبيل الله إلا باعد الله بذلك اليوم وجهه عن النار سبعين خريفا

হাদীসের ব্যাখ্যা:

কারো মতে আল্লাহর রাস্তায় বলতে যুদ্ধের ময়দানে অবস্থানের সময় অন্যদের মতে 'আল্লাহর রাস্তায়' বলতে আল্লাহর ওয়াস্তে। (অনুবাদক)
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন
ফিকহুস সুনান - হাদীস নং ১৩৩০ | মুসলিম বাংলা