ফিকহুস সুনান ওয়াল আসার
৫. রোযার অধ্যায়
হাদীস নং: ১৩৩১
সোমবার, আরাফার দিন ও আশুরার দিনের সিয়াম
(১৩৩১) আবু কাতাদা আনসারি রা. বলেন, এবং রাসূলুল্লাহ (ﷺ) কে সোমবার দিন সিয়াম পালন সম্পর্কে জিজ্ঞাসা করা হয়। তিনি বলেন, এই দিনে আমি জন্মগ্রহণ করেছি এবং এই দিনেই আমি নবুয়্যাত পেয়েছি বা আমার উপর ওহি নাযিল হয়েছে। আবু কাতাদাহ বলেন, এবং তাঁকে আরাফার দিনে সিয়াম পালন সম্পর্কে জিজ্ঞাসা করা হয়। তিনি তখন বলেন, আরাফার দিনের সিয়াম গত বছর ও আগামী বছরের (গোনাহের) কাফফারা বা ক্ষতিপূরণ প্রদান করবে। আবু কাতাদাহ বলেন, তাঁকে আরো জিজ্ঞাসা করা হয় আশুরার দিনের সিয়াম সম্পর্কে। তিনি বলেন, আশুরার সিয়াম বিগত বছরের কাফফারা প্রদান করবে।
عن أبي قتادة الأنصاري رضي الله عنه وسئل رسول الله صلى الله عليه وسلم عن صوم يوم الاثنين قال: ذاك يوم ولدت فيه ويوم بعثت أو أنزل عليّ فيه، قال وسئل عن صوم يوم عرفة فقال يكفر السنة الماضية والباقية قال وسئل عن صوم يوم عاشوراء فقال يكفر السنة الماضية
