ফিকহুস সুনান ওয়াল আসার

৫. রোযার অধ্যায়

হাদীস নং: ১৩১৯
সফররত অবস্থায় সিয়াম পালন
(১৩১৯) জাবির ইবন আব্দুল্লাহ রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, সফরে সিয়াম পালন নেককর্মের অন্তর্ভুক্ত নয়।
عن جابر بن عبد الله رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم ليس من البر الصوم في السفر

হাদীসের ব্যাখ্যা:

গ্রন্থকার বলেন, এই হাদীস সফরে অতিরিক্ত কষ্ট করে সিয়াম পালনের ক্ষেত্রে প্রযোজ্য । হাদীসের ভাষা ও বর্ণনা থেকেই তা জানা যায়।

হাদীসটিতে জাবির রা. বলেন, এক সফরে রাসূলুল্লাহ (ﷺ) দেখেন যে, একব্যক্তি অসুস্থ হয়ে পড়েছে। তাকে সেবা করা হচ্ছে এবং অনেক মানুষ তার কাছে ভিড় করেছে। তিনি বলেন, এর কী হয়েছে? বলা হয়, লোকটি সিয়াম পালন করছে। তখন তিনি বলেন, সফরে সিয়াম পালন নেককর্মের অন্তর্ভুক্ত নয়। ( গ্রন্থকারের টীকা)
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন
ফিকহুস সুনান - হাদীস নং ১৩১৯ | মুসলিম বাংলা