ফিকহুস সুনান ওয়াল আসার
৫. রোযার অধ্যায়
হাদীস নং: ১৩১৮
সফররত অবস্থায় সিয়াম পালন
(১৩১৮) হামযা ইবন আমর আসলামি রা. থেকে বর্ণিত, তিনি বলেন, হে আল্লাহর রাসূল, সফরে থাকা অবস্থায় সিয়াম পালনের শক্তি ও ক্ষমতা আছে বলে আমি অনুভব করি। এমতাবস্থায় (সফরে সিয়াম পালন করলে) আমার কি কোনো অপরাধ হবে? তখন রাসূলুল্লাহ (ﷺ) বলেন, বিষয়টি (সফরে রামাদানের ফরয সিয়াম কাযা করার অনুমতি) আল্লাহর পক্ষ থেকে একটি ছাড়্ । যদি কেউ সেই ছাড়্ গ্রহণ করে তাহলে সুন্দর । আর যদি কেউ সিয়াম পালন করতে ভালোবাসে তাহলে তার কোনো অপরাধ হবে না।
عن حمزة بن عمرو الأسلمي رضي الله عنه أنه قال يا رسول الله أجد بي قوة على الصيام في السفر فهل علي جناح؟ فقال رسول الله صلى الله عليه وسلم هي رخصة من الله فمن أخذ بها فحسن ومن أحب أن يصوم فلا جناح عليه
