ফিকহুস সুনান ওয়াল আসার
৫. রোযার অধ্যায়
হাদীস নং: ১৩১৭
সিয়ামরত অবস্থায় মিসওয়াক ব্যবহার
(১৩১৭) তাবিয়ি আব্দুর রহমান ইবন গানম বলেন, আমি মুআয ইবন জাবাল রা.কে জিজ্ঞাসা করলাম, আমি কি সিয়ামরত অবস্থায় মিসওয়াক ব্যবহার করব? তিনি বলেন, হ্যাঁ, করবে। আমি বললাম, দিনের কোন অংশে মিসওয়াক ব্যবহার করব? তিনি বলেন, সকালে বা বিকালে, দিনের যে সময়ে তুমি চাও। আমি বললাম, মানুষেরা বিকালে মিসওয়াক করা অপছন্দ করে এবং বলে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, সিয়াম পালনকারীর মুখের গন্ধ আল্লাহর নিকট মেশকের সুগন্ধর চেয়েও বেশী পবিত্র। তখন তিনি (মুআয) বলেন, সুবহানাল্লাহ! তিনি তাদেরকে মিসওয়াক ব্যবহারের নির্দেশ দিয়েছেন (তিনি জানতেন যে, সিয়াম পালনকারীর মিসওয়াক ব্যবহার করলেও তার মুখে অভুক্তি-জনিত গন্ধ হবেই)। তিনি তাদেরকে ইচ্ছাকৃতভাবে তাদের মুখগুলো পচাতে বা দুর্গন্ধ করতে নির্দেশ দেন নি। এতে কোনো কল্যাণ নেই। বরং এতে অকল্যাণ রয়েছে।
عن عبد الرحمن بن غنم قال: سألت معاذ بن جبل رضي الله عنه أأتسوك وأنا صائم؟ قال نعم قلت أي النّهار؟ قال غدوة أو عشية قلت إن الناس يكرهونه عشية ويقولون إن رسول الله صلى الله عليه وسلم قال: لخلوف فم الصائم أطيب عند الله من ريح المسك قال سبحان الله لقد أمرهم بالسواك وما كان بالذي يأمرهم أن ييبسوا بأفواههم عمدا ما في ذلك من الخير شيء بل فيه شر
