ফিকহুস সুনান ওয়াল আসার

৫. রোযার অধ্যায়

হাদীস নং: ১৩১২
রোযার অধ্যায়
নীরবতার সিয়াম থেকে নিষেধাজ্ঞা
(১৩১২) আলী রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, স্বপ্নস্খলনের (সাবালকত্ব লাভের) পরে কেউ এতিম বলে গণ্য হবে না এবং রাত পর্যন্ত পুরো দিন নীরবতা পালন করা যাবে না।
كتاب الصيام
عن علي بن أبي طالب رضي الله عنه مرفوعا: لا يتم بعد احتلام ولا صمات يوم إلى الليل
tahqiqতাহকীক:তাহকীক চলমান