ফিকহুস সুনান ওয়াল আসার

৫. রোযার অধ্যায়

হাদীস নং: ১৩১০
কিছু প্রবেশ করলে সিয়াম ভঙ্গ হবে, কিছু বের হলে নয়
(১৩১০) ইবন মাসউদ রা. বলেন, সিয়াম তো (নষ্ট) হবে যা প্রবেশ করবে তার জন্য, যা বের হবে তার জন্য নয়, আর ওযু তো (নষ্ট) হবে যা বের হবে তার জন্য, যা প্রবেশ করবে তার জন্য নয়।
عن عبد الله بن مسعود رضي الله عنه قال: إنما الصيام مما دخل وليس مما خرج والوضوء مما خرج وليس مما دخل

হাদীসের ব্যাখ্যা:

[আয়িশা রা.র সূত্রে রাসূলুল্লাহ (ﷺ) থেকে আবু ইয়া'লা উদ্ধৃত হাদীসটি হচ্ছে: إنما الافطار مما دخل وليس مما خرج 'সিয়াম ভঙ্গ হয় যা প্রবেশ করেছে তা দ্বারা, যা বের হয়েছে তা দ্বারা নয়'। আলবানি, হুসাইন সালীম প্রমুখ মুহাদ্দিস হাদীসটির সনদ দুর্বল বলেছেন। দেখুন: মুসনাদ আবু ইয়া'লা, হাদীস-৪৬০২; আলবানি, সিলসিলাহ যয়ীফাহ ২/৩৭৮। -সম্পাদক]
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ১৩১০ | মুসলিম বাংলা