ফিকহুস সুনান ওয়াল আসার
৫. রোযার অধ্যায়
হাদীস নং: ১৩০৬
আহার বা স্ত্রী-সহবাসের মাধ্যমে সিয়াম ভঙ্গ করার কাফফারা
(১৩০৬) আয়িশা রা.র সূত্রে রাসূলুল্লাহ (ﷺ) থেকে অনুরূপ হাদীস বর্ণিত হয়েছে । এই বর্ণনায় বলা হয়েছে, “তিনি তাকে নির্দেশ দেন যে, সে বড় একবস্তা (১৫ সা' বা প্রায় ৫০ কিলোগ্রাম) খাদ্য দান করবে'।
عن عائشة رضي الله عنها نحوه مرفوعا وفيه: ...فأمره بالتصدق بالعرق
