ফিকহুস সুনান ওয়াল আসার

৫. রোযার অধ্যায়

হাদীস নং: ১৩০৫
আহার বা স্ত্রী-সহবাসের মাধ্যমে সিয়াম ভঙ্গ করার কাফফারা
(১৩০৫) আবু হুরাইরা রা. বলেন, একব্যক্তি রামাদান মাসে সিয়াম ভাঙ্গে। রাসূলুল্লাহ (ﷺ) তাকে নির্দেশ দেন যে, সে একটি ক্রীতদাস মুক্ত করবে, অথবা দুইমাস সিয়াম পালন করবে অথবা ৬০ জন দরিদ্রকে খাওয়াবে ।
عن أبي هريرة رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم أمر رجلا أفطر في رمضان أن يعتق رقبة أو يصوم شهرين أو يطعم ستين مسكينا.. بكفارة الظهار

হাদীসের ব্যাখ্যা:

ইমাম আবু হানীফা রাহ. সহ অনেক ফকীহের মতে ইচ্ছাকৃত পানাহার বা স্ত্রী সহবাসের মাধ্যমে সিয়াম নষ্ট করলে তাকে কাফফারা দিতে হবে। বাকি তিন ইমাম ও অন্যান্য অনেক ফকীহের মতে শুধুমাত্র স্ত্রী সহবাসের মাধ্যমে সিয়াম নষ্ট করলে কাফফারা প্রদান করতে হবে। ইচ্ছাকৃত পানাহারের ক্ষেত্রে শুধুমাত্র কাযা করতে হবে। এই অধ্যায়ে গ্রন্থকার এ বিষয়ক হাদীসগুলো আলোচনা করেছেন এবং ইচ্ছাকৃত পানাহারের ক্ষেত্রেও কাফফারার বিধান প্রমাণিত করেছেন। (অনুবাদক)
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন