ফিকহুস সুনান ওয়াল আসার

৫. রোযার অধ্যায়

হাদীস নং: ১২৯৮
ভুলে পানাহার করলে কোনো কাযা বা কাফফারা নেই
(১২৯৮) আবু হুরাইরা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যদি কেউ সিয়াম পালন অবস্থায় ভুলে যায় (যে সে সিয়ামরত) ফলে সে আহার করে বা পান করে, তাহলে সে যেন তার সিয়াম পূর্ণ করে । কারণ আল্লাহই তাকে খাইয়েছেন এবং পান করিয়েছেন।
عن أبي هريرة رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم من نسي وهو صائم فأكل أو شرب فليتم صومه فإنما أطعمه الله وسقاه... من أفطر في رمضان ناسيا فلا قضاء عليه ولا كفارة

হাদীসের ব্যাখ্যা:

এ হাদীস থেকে প্রমাণিত হয় যে, রোযার কথা ভুলে গিয়ে পানাহার করলে তার রোযা নষ্ট হবে না। তবে রোযা স্মরণ হওয়ামাত্রই পানাহার ছেড়ে দিতে হবে।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন
ফিকহুস সুনান - হাদীস নং ১২৯৮ | মুসলিম বাংলা