ফিকহুস সুনান ওয়াল আসার

৫. রোযার অধ্যায়

হাদীস নং: ১২৭৯
রোযার অধ্যায়
সন্দেহের দিনে সিয়াম পালন
(১২৭৯) আম্মার ইবন ইয়াসির রা. বলেন, যে ব্যক্তি সন্দেহের দিনে সিয়াম পালন করবে সে আবুল কাসিম মুহাম্মাদ (ﷺ) এর অবাধ্যতা করবে ।
كتاب الصيام
عن عمار بن ياسر رضي الله عنه: من صام يوم الشك فقد عصى أبا القاسم صلى الله عليه وسلم

হাদীসের ব্যাখ্যা:

গ্রন্থকার বলেন, এর অর্থ হল, যে দিনটি শা'বানের ত্রিশ তারিখ না রামাদানের এক তারিখ এ বিষয়ে সন্দেহ হবে সেই দিনটিকে রামাদানের প্রথম তারিখ মনে করে বা সন্দেহের সাথে সেই দিনটিতে সিয়াম পালন করা যাবে না। তবে এর অর্থ এই নয় যে, এই দিনটিতে নফল হিসাবে সিয়াম পালন করা যাবে না। বরং এইরূপ দিনে নফল সিয়াম পালন বৈধ। নিম্নের হাদীস থেকে তা জানা যায় ।
tahqiqতাহকীক:তাহকীক চলমান