ফিকহুস সুনান ওয়াল আসার

৪. যাকাতের অধ্যায়

হাদীস নং: ১২২৯
যাকাতের অধ্যায়
মুক্তো ও মূল্যবান পাথরের যাকাত
(১২২৯) আলী রা. বলেন, মুক্তোয় কোনো যাকাত নেই।
كتاب الزكاة
عن علي رضي الله عنه قال لا زكاة في اللؤلؤ

হাদীসের তাখরীজ (সূত্র):

(বাইহাকি বিচ্ছিন্ন সনদে । সায়ীদ ইবন মানসুর কথাটি তাবিয়ি ইকরিমা, সায়ীদ ইবন জুবাইর প্রমুখের কথা হিসাবে সঙ্কলিত করেছেন)। [কামাল উদ্দীন, আন নাজমুল ওয়াহ্হাজ ৩/২০১; ইবন হাজার, আত তালখীসুল হাবীর ২/৩৮৮।

[গ্রন্থকার বর্ণনাটি 'আত তালখীসুল হাবীরে'র বরাতে উদ্ধৃত করেছেন। বাইহাকির উদ্ধৃতিতে বর্ণনাটি নিম্নরূপ: ليس في جوهر زكاة শায়খ ইসলাম মানসুর বলেন, বর্ণনাটি অত্যন্ত দুর্বল দেখুন: ইসলাম মানসুর, তাহকীক সুনানুল কুবরা ৪/৪২৩, হাদীস-৭৫৯১। -সম্পাদক]
tahqiqতাহকীক:তাহকীক চলমান