ফিকহুস সুনান ওয়াল আসার

৪. যাকাতের অধ্যায়

হাদীস নং: ১২২১
যাকাতের অধ্যায়
মধুর উশর
(১২২১) আবু সাইয়ারাহ রা. বলেন, আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমার কিছু মৌমাছির চাষ আছে। তিনি বললেন, তুমি (উৎপাদিত মধুর ) উশর আদায় করবে।
كتاب الزكاة
عن أبي سيارة المتعي رضي الله عنه قال: قلت يا رسول الله إنّ لي نحلا قال أن العشر

হাদীসের তাখরীজ (সূত্র):

(আহমাদ, ইবন মাজাহ ও তায়ালিসি। বাইহাকি বলেন, মধুর উশরের বিষয়ে এই হাদীসটিই সবচেয়ে বিশুদ্ধ, তবে এর সনদে বিচ্ছিন্নতা আছে) ।** [মুসনাদ আহমাদ, হাদীস-১৮০৬৯; সুনান ইবন মাজাহ, হাদীস-১৮২৩; মুসনাদ তায়ালিসি, হাদীস-১৩১০; বাইহাকি, আস সুনানুল কুবরা, হাদীস-৭৪৫৮]

শায়খ নাসিরুদ্দীন আলবানি হাদীসটিকে হাসান বলে উল্লেখ করেছেন। আলবানি, সহীহু সুনান ইবন মাজাহ (রিয়াদ, মাকতাবাতুল মাআরিফ, ১ম প্রকাশ, ১৯৯৭ খ্রি.) ২/১১০-১১১, নং ১৪৮৮, ১৪৮৯। (অনুবাদক)
tahqiqতাহকীক:তাহকীক চলমান