ফিকহুস সুনান ওয়াল আসার

৪. যাকাতের অধ্যায়

হাদীস নং: ১২০৫
যাকাতের অধ্যায়
ঘোড়া, গাধা ও ক্রীতদাসদের যাকাত
(১২০৫)তাবিয়ি ইবন শিহাব (১২৪ হি.) বলেন, উসমান রা. (৩৫ হি.) ঘোড়ার যাকাত আদায় করতেন।
كتاب الزكاة
عن ابن شهاب أن عثمان رضي الله عنه كان يصدق الخيل

হাদীসের তাখরীজ (সূত্র):

(ইবন আবী শাইবা। হাদীসটির সনদ মুরসাল বা বিচ্ছিন্ন । ইবন শিহাব উসমানের সময়ের পরে জন্মগ্রহণ করেন । বাকি সনদ শক্তিশালী)। [মুসান্নাফ ইবন আবী শাইবা, হাদীস-১০১৪৩]
tahqiqতাহকীক:তাহকীক চলমান