ফিকহুস সুনান ওয়াল আসার
৪. যাকাতের অধ্যায়
হাদীস নং: ১১৯৮
যাকাতের অধ্যায়
ঋণ বাদ দেওয়ার পরে যাকাত দিতে হবে
(১১৯৮)সায়িব ইবন ইয়াযীদ রা. বলেন, উসমান ইবন আফফান রা. (রমাযান মাসে) বলতেন, এই মাস আপনাদের যাকাত আদায়ের মাস। অতএব কারো ঋণ থাকলে তিনি যেন তা পরিশোধ করেন। এতে আপনাদের সম্পদ সঠিকভাবে সংগৃহীত হবে এবং আপনারা তা থেকে যাকাত প্রদান করবেন ।
كتاب الزكاة
عن السائب بن يزيد أن عثمان بن عفان رضي الله عنهما كان يقول: هذا شهر زكاتكم فمن كان عليه دين فليؤد دينه حتى تحصل أموالكم فتؤدون منه الزكاة
হাদীসের ব্যাখ্যা:
গ্রন্থকার রাহ. বলেন, এর দ্বারা জানা যায় যে, কারো যদি সম্পদ ও ঋণ থাকে তাহলে ঋণ ও সম্পদের হিসাব মিলিয়ে, ঋণ পরিমাণ সম্পদ বাদ দিয়ে বাকি সম্পদের যাকাত প্রদান করবেন। আল্লাহই ভালো জানেন।