ফিকহুস সুনান ওয়াল আসার
৪. যাকাতের অধ্যায়
হাদীস নং: ১১৯৭
লাভকৃত বা অর্জিত সম্পদের যাকাত
(১১৯৭) ইবন উমার রা. বলেন, যদি কেউ কোনো সম্পদ লাভ করে তাহলে বর্ষপূর্তি না হওয়া পর্যন্ত তাতে যাকাত নেই।
عن ابن عمر رضي الله عنهما قال : من استفاد مالا فلا زكاة فيه حتى يحول عليه الحول
হাদীসের ব্যাখ্যা:
গ্রন্থকার বলেন, এর অর্থ হল, যদি কারো নিসাব পরিমাণ সম্পদ না থাকে এবং তিনি নতুন করে নিসাব পরিমাণ সম্পদ লাভ করেন তাহলে তাতে বর্ষপূতি না হলে যাকাত ফরয হবে না। আর যদি কারো নিসাব পরিমাণ সম্পদ থাকে এবং এর সাথে তিনি নতুন কিছু সম্পদ লাভ করেন তাহলে এই অতিরিক্ত সম্পদ বা লভ্যাংশের উপরে বর্ষপূর্তি জরুরি নয় । এ ক্ষেত্রে লভ্যাংশ মূল নিসাবের সাথে যুক্ত হবে এবং মূল নিসাবের বর্ষপূর্তির সাথে সাথে যাকাত দিতে হবে ।** উসমান রা., ইবন আব্বাস রা. ও অন্যান্য সাহাবি থেকে এই মতটি বর্ণিত । আইনি এ কথা বলেছেন। আল্লাহই ভালো জানেন।
যেমন, এক ব্যক্তি ১৪২৪ সালের রমাযান মাসে একলক্ষ টাকা অর্জন করেন। ১৪২৫ সালের রমাযানে তার এই সম্পদের যাকাত দিতে হবে। বছরের মাঝে ১৪২৫ সালের রাজাব বা শা'বান মাসে যদি তিনি আরো ৫০ হাজার টাকা লাভ করেন, তাহলে ১৪২৫ সালের রমাযানে তাকে মোট দেড়লক্ষ টাকারই যাকাত প্রদান করতে হবে। এ হল ইমাম আবু হানীফার মত। কোনো কোনো ফকীহ প্রত্যেক মালের বর্ষপূর্তির কথা বলেছেন। (অনুবাদক)
যেমন, এক ব্যক্তি ১৪২৪ সালের রমাযান মাসে একলক্ষ টাকা অর্জন করেন। ১৪২৫ সালের রমাযানে তার এই সম্পদের যাকাত দিতে হবে। বছরের মাঝে ১৪২৫ সালের রাজাব বা শা'বান মাসে যদি তিনি আরো ৫০ হাজার টাকা লাভ করেন, তাহলে ১৪২৫ সালের রমাযানে তাকে মোট দেড়লক্ষ টাকারই যাকাত প্রদান করতে হবে। এ হল ইমাম আবু হানীফার মত। কোনো কোনো ফকীহ প্রত্যেক মালের বর্ষপূর্তির কথা বলেছেন। (অনুবাদক)
