আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৮- নামাযের ওয়াক্তের বিবরণ
হাদীস নং: ৫৪৫
আন্তর্জাতিক নং: ৫৭২
৩৭৬। রাতের অর্ধাংশ পর্যন্ত ইশার ওয়াক্ত।
আবু বারযা (রাযিঃ) বলেন, নবী (ﷺ) ইশার নামায দেরীতে আদায় করা পছন্দ করতেন।
আবু বারযা (রাযিঃ) বলেন, নবী (ﷺ) ইশার নামায দেরীতে আদায় করা পছন্দ করতেন।
৫৪৫। আব্দুর রহীম মুহারিবী (রাহঃ) .... আনাস (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, একরাতে নবী (ﷺ) ইশার নামায অর্ধেক রাত পর্যন্ত বিলম্ব করলেন। তারপর নামায আদায় করে তিনি বললেনঃ লোকেরা নিশ্চয়ই নামায আদায় করে ঘুমিয়ে পড়েছে। শোন! তোমরা যতক্ষণ নামাযের অপেক্ষায় ছিলে ততক্ষণ তোমরা নামাযেই ছিলে।
ইবনে আবু মারইয়াম (রাহঃ)-এর বর্ণনায় আরও আছে, তিনি বলেন, ইয়াহয়া ইবনে আইয়ুব (রাহঃ) হুমাইদ (রাহঃ) থেকে বর্ণনা করেছেন যে, তিনি (হুমাইদ) আনাস (রাযিঃ)-কে বলতে শুনেছেন, সে রাতে রাসূলুল্লাহ (ﷺ) এর আংটির উজ্জ্বলতা আমি যেন এখনও দেখতে পাচ্ছি।
ইবনে আবু মারইয়াম (রাহঃ)-এর বর্ণনায় আরও আছে, তিনি বলেন, ইয়াহয়া ইবনে আইয়ুব (রাহঃ) হুমাইদ (রাহঃ) থেকে বর্ণনা করেছেন যে, তিনি (হুমাইদ) আনাস (রাযিঃ)-কে বলতে শুনেছেন, সে রাতে রাসূলুল্লাহ (ﷺ) এর আংটির উজ্জ্বলতা আমি যেন এখনও দেখতে পাচ্ছি।
بَابُ وَقْتِ العِشَاءِ إِلَى نِصْفِ اللَّيْلِ وَقَالَ أَبُو بَرْزَةَ: «كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَسْتَحِبُّ تَأْخِيرَهَا»
572 - حَدَّثَنَا عَبْدُ الرَّحِيمِ المُحَارِبِيُّ، قَالَ: حَدَّثَنَا زَائِدَةُ، عَنْ حُمَيْدٍ الطَّوِيلِ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ: أَخَّرَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلاَةَ العِشَاءِ إِلَى نِصْفِ اللَّيْلِ، ثُمَّ صَلَّى، ثُمَّ قَالَ: «قَدْ صَلَّى النَّاسُ وَنَامُوا، أَمَا إِنَّكُمْ فِي صَلاَةٍ مَا انْتَظَرْتُمُوهَا» ، وَزَادَ ابْنُ أَبِي مَرْيَمَ، أَخْبَرَنَا يَحْيَى بْنُ أَيُّوبَ، حَدَّثَنِي حُمَيْدٌ، سَمِعَ أَنَسَ بْنَ مَالِكٍ، قَالَ: «كَأَنِّي أَنْظُرُ إِلَى وَبِيصِ خَاتَمِهِ لَيْلَتَئِذٍ»
