ফিকহুস সুনান ওয়াল আসার
৩. নামাযের অধ্যায়
হাদীস নং: ১১৮১
শহীদকে গোসল ব্যতিরেকে তার রক্তসহ কবর দেওয়া
(১১৮১) ইবন আব্বাস রা. বলেন, উহুদের নিহতদের বিষয়ে রাসূলুল্লাহ (ﷺ) নির্দেশ দেন যে, তাদের দেহের লোহা বা লোহাজাত পোশাক এবং চামড়ার পোশাকাদি খুলে নিতে হবে এবং তাদেরকে তাদের পোশাকে এবং রক্তসহ কবর দিতে হবে।
عن ابن عباس رضي الله عنهما قال: أمر رسول الله صلى الله عليه وسلم بقتلى أحد أن ينزع عنهم الحديد والجلود وأن يدفنوا بدمائهم وثيابهم
