ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ১১৮০
শহীদকে গোসল ব্যতিরেকে তার রক্তসহ কবর দেওয়া
(১১৮০) জাবির রা. বলেন, আমরা রাসূলুল্লাহ (ﷺ) এর সাথে ছিলাম । একব্যক্তির বুকে বা গলায় একটি তীর লাগে এবং লোকটি মৃত্যুমুখে পতিত হয়। তখন তিনি যেভাবে ছিলেন সেভাবেই তাকে তার পরিহিত পোশাকে জড়িয়ে দাফন করা হয়।
عن جابر رضي الله عنه قال: رمي رجل بسهم في صدره أو في خلقه فمات فأدرج في ثيابه كما هو قال ونحن مع رسول الله صلى الله عليه وسلم
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ১১৮০ | মুসলিম বাংলা