ফিকহুস সুনান ওয়াল আসার
৩. নামাযের অধ্যায়
হাদীস নং: ১১৭৮
রাসূলুল্লাহ (ﷺ) এর কবর যিয়ারতের মর্যাদা, আদব এবং এজন্য সফর করা
(১১৭৮) ইবন উমার রা. থেকে বর্ণিত, তিনি বলেছেন সুন্নত হল, তুমি রাসূলুল্লাহ (ﷺ) এর কবরে আসবে কিবলার দিক থেকে এবং তুমি তোমার পিঠ কিবলার দিকে দিবে এবং কবরের দিকে মুখ রাখবে, অতঃপর বলবে, 'হে নবী, আপনার উপর সালাম এবং আল্লাহর রহমত ও তাঁর বরকতসমূহ' । (তালহা ইবন মুহাম্মাদ মুসনাদ আবু হানীফায়। সুবকি বলেন, প্রসিদ্ধ আছে যে, উমার ইবন আব্দুল আযীয সিরিয়া থেকে মদীনায় ডাক নিয়ে লোক পাঠালে তাকে বলতেন, আমার পক্ষ থেকে রাসূলুল্লাহ (ﷺ) কে সালাম দিবে)
عن ابن عمر رضي الله عنه أنه قال: من السنة أن تأتي قبر النبي صلى الله عليه وسلم من قبل القبلة وتجعل ظهرك إلى القبلة وتستقبل القبر بوجهك ثم تقول: السلام عليك أيها النبي ورحمة الله وبركاته
