ফিকহুস সুনান ওয়াল আসার
৩. নামাযের অধ্যায়
হাদীস নং: ১১৭৭
রাসূলুল্লাহ (ﷺ) এর কবর যিয়ারতের মর্যাদা, আদব এবং এজন্য সফর করা
(১১৭৭) আবু দারদা রা. থেকে বর্ণিত, উমার রা. সিরিয়া জয় করলে বিলাল (মৃ: ২০ হি) সিরিয়ায় অবস্থানের অনুমতি চান। উমার রা. অনুমতি দিলে বিলাল সিরিয়ার ‘দারিইয়া' নামক স্থানে বসবাস শুরু করেন । অতঃপর তিনি স্বপ্ন দেখেন যে, রাসূলুল্লাহ (ﷺ) তাকে বলছেন, হে বিলাল, এ কী প্রকারের দূরবর্তীতা! আমাকে দেখতে আসার সময় কি তোমার হল না? বিলাল বেদনার্ত হয়ে ঘুম থেকে উঠেন। তিনি তার বাহনে আরোহণ করে মদীনায় আগমন করেন। তিনি রাসূলুল্লাহ (ﷺ) এর রাওযা মুবারাকার কাছে (আয়িশা রা.র বাসগৃহের বাইরে) এসে কাঁদতে থাকেন এবং ধুলায় মুখ লুটাতে থাকেন। তখন হাসান ও হুসাইন এগিয়ে আসেন। তিনি তাদেরকে চুমু খেতে থাকেন।
عن أبي الدرداء رضي الله عنه قال: لما دخل عمر الشام سأل بلال أن يقره به ففعل فنزل بداريا... ثم إن بلالًا رأى النبي صلى الله عليه وسلم في منامه وهو يقول ما هذه الجفوة يا بلال أما آن لك أن تزورني؟ فانتبه حزينا وركب راحلته وقصد المدينة فأتى قبر النبي صلى الله عليه وسلم فجعل يبكي عنده ويمرغ وجهه عليه فأقبل الحسن والحسين فجعل يضمهما ويقبلهما
