ফিকহুস সুনান ওয়াল আসার
৩. নামাযের অধ্যায়
হাদীস নং: ১১৪৪
নামাযের অধ্যায়
কবর প্রশস্ত করা, গভীর করা, সুন্দর করা, পাশ-কবর বা গর্ত-কবর
(১১৪৪) একজন আনসারি সাহাবি বলেন, তিনি দেখেছেন, রাসূলুল্লাহ (ﷺ) কবর খননকারীকে উপদেশ দিচ্ছেন, পায়ের দিক থেকে প্রশস্ত করো, মাথার দিক থেকে প্রশস্ত করো।
كتاب الصلاة
عن رجل من الأنصار مرفوعا: يوصي الحافر أوسع من قبل رجليه أوسع من قبل رأسه