ফিকহুস সুনান ওয়াল আসার
৩. নামাযের অধ্যায়
হাদীস নং: ১১৪৪
কবর প্রশস্ত করা, গভীর করা, সুন্দর করা, পাশ-কবর বা গর্ত-কবর
(১১৪৪) একজন আনসারি সাহাবি বলেন, তিনি দেখেছেন, রাসূলুল্লাহ (ﷺ) কবর খননকারীকে উপদেশ দিচ্ছেন, পায়ের দিক থেকে প্রশস্ত করো, মাথার দিক থেকে প্রশস্ত করো।
عن رجل من الأنصار مرفوعا: يوصي الحافر أوسع من قبل رجليه أوسع من قبل رأسه
