ফিকহুস সুনান ওয়াল আসার
৩. নামাযের অধ্যায়
হাদীস নং: ১১৩৬
মসজিদের মধ্যে সালাতুল জানাযা আদায় করা
(১১৩৬) আবু হুরাইরা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেন, যে ব্যক্তি মসজিদের মধ্যে সালাতুল জানাযা আদায় করবে তার জন্য কিছু নেই।
عن أبي هريرة رضي الله عنه مرفوعا: من صلى على جنازة في المسجد فلا شيء له
