ফিকহুস সুনান ওয়াল আসার
৩. নামাযের অধ্যায়
হাদীস নং: ১১২০
সালাতুল জানাযার বিস্তারিত পদ্ধতি
(১১২০) আবু উমামা ইবন সাহল ইবন হানীফ রা. বলেন, সালাতুল জানাযার সুন্নত পদ্ধতি হল, প্রথম তাকবীরের পরে চুপেচুপে সূরা ফাতিহা পাঠ করবে। অতঃপর তিনবার 'আল্লাহু আকবার' বলবে। শেষ তাকবীরের সাথে সালাম বলবে।
عن أبي أمامة رضي الله عنه أنه قال: السنة في الصلاة على الجنازة أن يقرأ في التكبيرة الأولى بأم القرآن مخافتة ثم يكبر ثلاثا والتسليم عند الآخرة
হাদীসের ব্যাখ্যা:
গ্রন্থকার রাহ. বলেন, আল্লাহর মর্যাদা প্রকাশ ও প্রশংসা হিসাবে সূরা ফাতিহা পড়তে হবে কুরআন পাঠ হিসাবে সূরা ফাতিহা পাঠ বাধ্যতামূলক নয় নিচের হাদীস থেকে তা বোঝা যায়।
