ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ১১১৯
সালাতুল জানাযার বিস্তারিত পদ্ধতি
(১১১৯) আবু উমামা ইবন সাহল ইবন হানীফ রা. বলেন, সালাতুল জানাযার সুন্নত পদ্ধতি এই যে, প্রথমে 'আল্লাহু আকবার' বলবে অতঃপর সূরা ফাতিহা পাঠ করবে। এরপর নবী (ﷺ) এর উপর সালাত পাঠ করবে। এরপর মৃতের জন্য মন দিয়ে দুআ করবে। প্রথম তাকবীরের পরে ছাড়া কুরআন পাঠ করবে না।
عن أبي أمامة بن سهل بن حنيف رضي الله عنه قال: السنة في الصلاة على الجنازة أن يكبر ثم يقرأ بأم القرآن ثم يصلي على النبي صلى الله عليه وسلم ثم يخلص الدعاء للميت ولا يقرأ إلا في الأولى
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ১১১৯ | মুসলিম বাংলা