ফিকহুস সুনান ওয়াল আসার
৩. নামাযের অধ্যায়
হাদীস নং: ১১১৮
সালাতুল জানাযার বিস্তারিত পদ্ধতি
(১১১৮) ফাদালাহ ইবন উবাইদ রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) একব্যক্তিকে দেখেন যে, সে সালাতের মধ্যে দুআ করছে, কিন্তু দুআর আগে আল্লাহর মর্যাদা বর্ণনা ও দরুদ পাঠ করে নি। তখন তিনি বলেন, লোকটি তাড়াহুড়ো করেছে । এরপর তিনি বলেন, যখন তোমাদের কেউ সালাত আদায় করবে তখন তার প্রভুর মর্যাদা বর্ণনা দিয়ে শুরু করবে এবং তাঁর প্রশংসা ও গুণ বর্ণনা করবে । এরপর নবী (ﷺ) এর উপর সালাত পাঠ করবে। এরপর তার ইচ্ছামতো দুআ চাইবে।
عن فضالة بن عبيد رضي الله عنه سمع رسول الله صلى الله عليه وسلم رجلا يدعو في صلاته لم يمجد الله تعالى ولم يصل على النبي صلى الله عليه وسلم فقال رسول الله صلى الله عليه وسلم عجل هذا ثم... قال... إذا صلى أحدكم فليبدأ بتمجيد ربه والثناء عليه ثم يصلي على النبي صلى الله عليه وسلم ثم يدعو بعد بما شاء
