ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ১০৮৯
মৃতকে গোসল করানো ও কাফন পরানোর বিস্তারিত বিবরণ
(১০৮৯) লাইলা বিনতু কানিফ সাকাফিয়্যাহ রা. বলেন, তিনি রাসূলুল্লাহ (ﷺ) এর কন্যা উম্মু কুলসুমের ওফাতের পরে তার গোসল করানোয় অংশগ্রহণ করেন, তার কাফন হিসাবে রাসূলুল্লাহ (ﷺ) সর্বপ্রথম আমাদেরকে (খোলা সেলাইবিহীন) লুঙ্গি প্রদান করেন। অতঃপর সেমিজ বা ম্যাক্সি, অতঃপর ওড়না, অতঃপর বড় চাদর। এরপর অন্য একটি কাপড়ের মধ্যে তাকে জড়ানো হয়। তিনি বলেন, এ সময়ে রাসূলুল্লাহ (ﷺ) ঘরের দরজার নিকট বসে ছিলেন। কাফনের কাপড়গুলো তাঁর কাছে ছিল। তিনি একটি একটি করে কাপড় আমাদেরকে প্রদান করছিলেন।
عن ليلى بنت قانف الثقفية رضي الله عنها: وكانت فيمن غسلن أم كلثوم بنت رسول الله صلى الله عليه وسلم عند وفاتها فكان أول ما أعطانا رسول الله صلى الله عليه وسلم الحقاء ثم الدرع ثم الخمار ثم الملحفة ثم أدرجت بعد في الثوب الآخر قالت ورسول الله صلى الله عليه وسلم جالس عند الباب معه كفنها يناولناها ثوبا ثوبا
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ১০৮৯ | মুসলিম বাংলা