ফিকহুস সুনান ওয়াল আসার
৩. নামাযের অধ্যায়
হাদীস নং: ১০৮৭
মৃতকে গোসল করানো ও কাফন পরানোর বিস্তারিত বিবরণ
(১০৮৭) আলী রা. বলেন, তিনি যখন রাসূলুল্লাহ (ﷺ) কে গোসল করান তখন মৃতের দেহে যা খোঁজা হয় তাঁর দেহে তিনি তা খোঁজ করেন, কিন্তু তিনি তা পান না।
عن علي بن أبي طالب رضي الله عنه قال: لما غسل النبي صلى الله عليه وسلم ذهب يلتمس منه ما يلتمس من الميت فلم يجده
