ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ১০৬১
হারাম বস্তু দিয়ে চিকিৎসা নিষিদ্ধ
(১০৬১) ইবন মাসউদ রা. বলেন, আল্লাহ যা হারাম করেছেন তার মধ্যে তোমাদের রোগমুক্তি প্রদান করেন নি।
عن ابن مسعود رضي الله عنه قال: إن الله لم يجعل شفاءكم فيما حرم عليكم
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ১০৬১ | মুসলিম বাংলা