ফিকহুস সুনান ওয়াল আসার
৩. নামাযের অধ্যায়
হাদীস নং: ১০০৯
সালাতুল ঈদের পদ্ধতি
(১০০৯) তাবিয়ি নাফি’ বলেন, আমি আবু হুরাইরা রা.র সাথে ঈদুল ফিতর ও ঈদুল আযহার সালাত আদায় করেছি। তিনি প্রথম রাকআতে কিরাআতের অর্থাৎ কুরআন পাঠের পূর্বে ৭ তাকবীর ও দ্বিতীয় রাকআতে কুরআন পাঠের পূর্বে ৫ তাকবীর বলেন।
عن نافع قال: شهدت الأضحى والفطر مع أبي هريرة فكبر في الركعة الأولى سبع تكبيرات قبل القراءة وفي الآخرة خمس تكبيرات قبل القراءة
